সন্ধ্যারাতে যুবককে খুনের চেষ্টা রায়গঞ্জে

জখম যুবকের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে গুলি করেছে দুষ্কৃতীরা৷ যদিও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জখমের দেহ থেকে কোনও গুলি পাওয়া যায়নি।
Bengal Live রায়গঞ্জঃ সন্ধ্যারাতে এক যুবককে খুনের চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার লোউজগ্রামের বাসুদেবপুরে৷ জখম যুবকের নাম মসিবুল হক। স্থানীয় বাসিন্দা ও মসিবুলের পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রায়গঞ্জ থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা গেছে, বাড়ির পাশের একটি চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন মসিবুল। সেখান থেকে ফেরার পথে কে বা কারা মসিবুলের উপর হামলা চালায়৷ রাস্তায় রক্তাক্ত অবস্থায় মসিবুলকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই জখম যুবককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা।
মসিবুলের বাবা সমীর শেখের অভিযোগ, তাঁর ছেলেকে কেউ বা কারা গুলি করে খুন করার চেষ্টা করেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় ও বুকে মসিবুলের আঘাত রয়েছে। প্রাথমিক অনুমান, কোনও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হতে পারে ওই যুবককে৷ রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷