আজব জন্ম ! জোড়া মাথা জোড়া দেহ নিয়ে জন্ম নিল অদ্ভুতদর্শন শিশু
আজব জন্ম ! জোড়া মাথা জোড়া দেহ নিয়ে জন্ম নিল অদ্ভুতদর্শন শিশু
Bengal Live ওয়েব ডেস্কঃ আজব জন্ম ! একই শিশুর জোড়া মাথা, জোড়া দেহ। হাত ও পা অবশ্য দুটো করেই। অদ্ভুতদর্শন এই নবজাতক ফিরিয়ে আনল সেই গঙ্গা-যমুনার স্মৃতি। শিশুটিকে দেখতে ভিড় করছে কৌতুহলী মানুষজন। আপাতত তার ঠিকানা পুরুলিয়ার দেবেন মাহাত হাসপাতাল।
মঙ্গলবার দুপুরে পুরুলিয়া ২ নম্বর ব্লকের জালিকা গ্রামের গৃহবধূ সবিতা বাউরি ওই শিশুটির জন্ম দেন। শল্য চিকিৎসার মাধ্যমেই ওই শিশুকে পৃথিবীর আলো দেখানো হয়েছে বলে জানা গেছে। পুরুলিয়ার কূস্তাউর প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার জন্ম হয়। অস্বাভাবিক অবস্থা দেখেই শিশুটির প্রকৃত চিকিৎসা ও শুশ্রূষার জন্য তড়িঘড়ি শিশুটিকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে স্থানান্তর করেন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। এই মুহুর্তে সদর হাসপাতালে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।