রায়গঞ্জ

তৃণমূলের সাথে বিজেপির জোট ঐতিহাসিক ভুল- সায়ন্তন বসু

তৃণমূলের সাথে বিজেপির জোট ঐতিহাসিক ভুল ছিল। প্রায়শ্চিত্ত করছি। মঙ্গলবার করণদিঘিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন করণদিঘি থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা।

Bengal Live রায়গঞ্জঃ হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত, চোপড়ায় কিশোরী খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি সহ রাজ্যজুড়ে আইনের সুশাসন প্রতিষ্ঠার দাবিতে করণদিঘি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির করণদিঘি মন্ডল কমিটির ডাকে কয়েক হাজার বিজেপিএ কর্মী সমর্থক মঙ্গলবার থানায় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্ব।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সায়ন্তন বসু বলেন, একসময় তৃণমূল কংগ্রেসের সাথে কেন্দ্রে আমাদের জোট হয়েছিল যা ছিল ঐতিহাসিক ভুল। আমরা এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। এরাজ্যে বর্তমানে ১ কোটি বিজেপি সদস্য আছে, সেটাকে ৩ কোটিতে নিয়ে যাওয়া হবে বলে দাবি করেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু।

প্রসঙ্গত,করোনা আবহে বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গ করে হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের স্মরণসভা করা ও বিশাল জমায়েত করার অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলী ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু সহ ২৬ নেতার নামে মামলা রুজু করেছে রায়গঞ্জ জেলা পুলিশ৷ এদিন ফের করণদিঘি থানায় ব্যাপক জমায়েত করে আন্দোলনের নেতৃত্ব দেন সায়ন্তন বসু। এই প্রসঙ্গে এদিন সায়ন্তন বসু বলেন, পুলিশের কাজই হল বিজেপির কার্যকর্তাদের বিরুদ্ধে হামলা করা ও মিথ্যা মামলায় জড়ানো। তাঁর কথায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কারনেই এই জমায়েত।

এদিন বহু বিজেপি কর্মীর হাতেই তীর ধনুক সহ ধারালো অস্ত্র দেখা যায়। অস্ত্র হাতে নিয়েই করণদিঘি থানার পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক। আন্দোলনে উপস্থিত বেশিরভাগ বিজেপির কর্মী সমর্থকদের মুখেই কোনও মাস্ক দেখা যায় নি বলে অভিযোগ। সামাজিক দূরত্ব বিধিও মানা হয়নি বলে অভিযোগ উঠেছে বিজেপির নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

 

Related News

Back to top button