ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ইটাহারে
ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ, গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার।
Bengal Live ইটাহারঃ ইটাহার থানার রাজগ্রাম লাগোয়া বগুন এলাকায় এক ব্যবসায়ীকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহম্মদ তারেক নামে ওই মুরগি ব্যবসায়ীকে রবিবার রাত ৯ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের ঝোপ থেকে জখম অবস্থায় উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।ওই ব্যবসায়ীর গলায় নাইলনের দড়ির ফাঁস জড়ানো ছিল, একইসাথে তাঁর মাথায় আঘাতের চিহ্নও রয়েছে।
জানা গিয়েছে, ইটাহারের কুমেদপুর এলাকার বাসিন্দা মহম্মদ তারেক সুরুণ বাজার থেকে ব্যবসার টাকা তুলে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময় বগুনমোড় এলাকায় দুটি বাইকে চেপে এসে পেছন থেকে চারজন দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে এবং তাঁর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ব্যবসায়ীর বাইকটি ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার হয়েছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়নি।