রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ

Bengal Live রায়গঞ্জঃ এক রোগীনির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে হাসপাতালেও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করণিদিঘির খিকিরটোলা গ্রামের বাসিন্দা লিপিকা সিনহা রবিবার রাতে বুকে ব্যাথা নিয়ে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোগীর আত্মীয়দের অভিযোগ, রাতে রোগীর বুকের ব্যাথা বেশি হলে কর্তব্যরত নার্সেরা তাঁকে ইঞ্জেকশন দেন। এরপর সোমবার সকালে মৃত্যু হয় ওই রোগীনির। ভূল ইঞ্জেকশন করার ফলেই মৃত্যু হয়েছে ওই রোগীনির এই অভিযোগ তুলে মৃতার পরিবারের লোকজন দলবল নিয়ে এসে এদিন মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের মারধর করে ও হাসপাতাল ভাঙচুর করে।

আরও পড়ুন

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ধর্ণা বিক্ষোভ নার্সদের

যদিও মৃতার ভাই বিপ্লব সিনহা তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার পালটা অভিযোগ, হাসপাতালের নার্সরাই বহিরাগতদের নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। তার আরও অভিযোগ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের গাফিলতি ও ভূল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে রোগীর।

অপরদিকে হাসপাতালের কর্তব্যরত নার্স তন্ময়ী বিশ্বাস জানিয়েছেন, রোগীর মৃত্যুর পরই তাঁর পরিবারের লোকজন এসে আচমকা তাঁদের উপর হামলা চালায়। তাঁকেও ব্যাপক মারধর করে। হাসপাতালে ভাঙচুর চালানো হয়। চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তাঁর সঙ্গীরা। ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Exit mobile version