ব্যবসায়ীর বিরুদ্ধে মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, ভাঙচুর দোকানে,উত্তেজনা রায়গঞ্জে
ব্যবসায়ীর বিরুদ্ধে মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, ভাঙচুর দোকানে,উত্তেজনা রায়গঞ্জে
Bengal Live রায়গঞ্জঃ দোকানে কর্মরত মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের বকুল তলা মোড় এলাকায়। উত্তেজিত জনতা দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। রায়গঞ্জ থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা কর্মী।
জানা গেছে, মাস খানেকের কিছু বেশি সময় ধরে বকুলতলা মোড়ের একটি কসমেটিকসের দোকানে কাজ করত অভিযোগকারী যুবতী। তাঁর বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায়।
অভিযোগকারী যুবতীর জানায়, বাড়িতে কিছু সমস্যা থাকায় দোকানের মালিক কমল সরকারকে তার বাড়িতে থেকে কাজ করতে দেওয়ার আবেদন করি৷ এরপর থেকেই রোজ রাতে ভিডিও কল, ফোন করে আমাকে কুপ্রস্তাব দেওয়া শুরু করে কমল সরকার। বাড়িতে থেকে কাজ করতে দেওয়ার জন্য কিছু বাজে শর্তও রাখে সে।
মানসিক ভাবে ভেঙে পড়লে বাড়ির লোকেদের বিষয়টি জানাই৷ এরপরই এদিন রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করি৷
এদিকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন দোকানের মালিক কমল সরকার। তিনি বলেন, ওই মেয়েটি আমার ছেলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিল। আমি তাতে বাঁধা দেওয়ায় আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে।
এদিকে এই ঘটনা জানাজানি হতেই দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।
বিগত কিছুদিন আগেই জালি কসমেটিকস বিক্রি করার অভিযোগ উঠেছিল ব্যবসায়ী কমল সরকারের বিরুদ্ধে বলে এলাকা সূত্রে জানা গেছে।