রায়গঞ্জ

মুন্ডু কাটার হুঁশিয়ারি দিয়ে ফের পোস্টার ইটাহারে, এবার কে ?

মুন্ডু কাটার হুঁশিয়ারি দিয়ে ফের পোস্টার ইটাহারে, এবার কে ?

Bengal Live রায়গঞ্জঃ তৃণমূল বিধায়ক অমল আচার্যের কাটা মুন্ডু চেয়ে পোস্টার পড়ার দিন কয়েকের মধ্যেই ফের ইটাহারে মুন্ডু কাটার হুঁশিয়ারি দিয়ে পোস্টার৷ তবে এবার শাসক দলের কোনও নেতাকে উদ্দেশ্য করে পোস্টার পড়েনি। পোস্টারে হুমকি দেওয়া হয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর ইটাহার ব্লক কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য সফিকুল ইসলামকে। পোস্টার চোখে পড়ার পরেই ইটাহার থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন সিপিএমের এই ছাত্র নেতা।

বৃহস্পতিবার সকালে ইটাহার থানার মানাইনগর মোড়ে এবং চূড়ামন বাজার এলাকায় মুন্ডু কাটার হুঁশিয়ারি দিয়ে একাধিক পোস্টার নজরে আসে স্থানীয়দের। পোস্টার গুলিতে লেখা রয়েছে ” সফিকুল ইসলাম-এর মাথা কাটা হবে। ওর নেতাগিরি ছুটাবো”। স্থানীয় বাসিন্দাদের মারফৎ এই পোস্টারের খবর সফিকুল ইসলামের কানে পৌঁছায়৷ এরপরেই প্রাণনাশের শঙ্কায় ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিতর্কিত নাম ঠিকানা হীন এই পোস্টার গুলি নিয়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবী, প্রথমে বিধায়ক পরে ছাত্র নেতাকে উদ্দেশ্য করে এমন পোস্টার ঘিরে আতঙ্কে রয়েছে তাঁরা। কে বা কারা এই কাজের সাথে যুক্ত তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে।

এই বিষয়ে সফিকুল ইসলাম বলেন, প্রাণ নাশের আশঙ্কা করছি। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা জানা নেই। তবে সফিকুলের ধারণা, পঞ্চায়েতের দূর্নীতি নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানানোর জেরে এই হুমকি পোস্টার হতে পারে।” এদিকে পরপর এমন ঘটনায় রীতিমতন চাপে পড়েছেন ইটাহার থানার পুলিশ কর্মীরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেও কোনও মন্তব্য করতে চান নি তাঁরা।

Related News

Back to top button