রূপাহারে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একাধিক
এদিন রাতে যাত্রীবাহী বাসটি ঝাড়খণ্ড থেকে লক্ষ্ণৌ-এর দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Bengal Live রায়গঞ্জঃ ভয়াবহ দুর্ঘটনা রায়গঞ্জের রূপাহারে। নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। মৃত কারোর নাম এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রূপাহারে নয়ানজুলিতে যাত্রী বোঝাই বাস, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
জানা গেছে, এদিন রাত প্রায় সাড়ে দশটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রূপাহার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারের একটি নয়ানজুলিতে পড়ে যায়৷ জানা গেছে, পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য ওই বাসে ভিন রাজ্যে পারি দিচ্ছিলেন। দুর্ঘটনার খবর মিলতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করার চেষ্টা করে দমকল বাহিনী৷ বেশ কিছু সময়ের চেষ্টায় অবশেষ বাসটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করা সম্ভব হয়৷ জানা গেছে, এখনও পর্যন্ত ছয় জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে মৃতদের কারোর পরিচয় এখনও জানা যায়নি৷ রায়গঞ্জ থানার পুলিশ মৃতদের নাম জানার চেষ্টা করছে। অভিযোগ, রাস্তা খারাপ থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।