রায়গঞ্জ

টিয়া পাখি বিক্রি করতে এসে ধৃত এক রায়গঞ্জে

মূলত যাযাবরদের থেকে টিয়াপাখি কিনে সেগুলো বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করতো অভিযুক্ত বলে জানা গেছে। এক একটি টিয়াপাখি ৪০০টাকা বা তারও বেশি মূল্যে বিক্রি করা হতো বলেও খবর।

Bengal Live রায়গঞ্জঃ লাল মাথা টিয়াপাখি বিক্রি করতে এসে বন দপ্তর ও পশুপ্রেমী সংস্থার কাছে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। ধৃতের থেকে ছয়টি লাল মাথা টিয়া পাখি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া পাখিগুলি বনদপ্তরের হাতে তুলে দিয়েছে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালসের সদস্যরা৷ পাশাপাশি পাখির কারবারিকেও আটক করেছে বন দপ্তর।

উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, বিগত কয়েকদিন আগেই দুটি লাল মাথা টিয়াপাখি উদ্ধার করা হয়েছিল। ক্রমেই পশু পাখি পাচারচক্র সক্রিয় হয়ে উঠছে এই এলাকায়। এদিন আমাদের সংগঠনের সদস্যরা খবর পেয়েই হাতেনাতে ওই চোরাকারবারিকে ধরে৷ ছয়টি টিয়া পাখি উদ্ধার হয়েছে ধৃতের থেকে৷ ইটাহার, দুর্গাপুরে বিক্রি করে রায়গঞ্জেও ওই টিয়াপাখি বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল সে। বন দপ্তরের সাথে যোগাযোগ করে টিয়াপাখি ও কারবারিকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ অবৈধভাবে পশু পাখি বিক্রি রুখতে আরও সক্রিয় ভূমিকা নেবে সংগঠন বলে জানিয়েছেন তিনি।

Related News

Back to top button