গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৫৪, সাড়ে চারশোর দোরগোড়ায় উত্তর দিনাজপুর

২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত ৫৪। জেলায় মোট করোনা আক্রান্ত ৪৩৬ জন।

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছলো সাড়ে চারশোর দোরগোড়ায়। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় ৫৪ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন প্রকাশ পেতেই এই তথ্য সামনে এসেছে। উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৬। সুস্থ হয়েছেন ৩০৯ জন। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন।

রাজ্যের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ এখনও পর্যন্ত ধরা পড়েছে মালদায়। ১১৫৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। সুস্থ হয়েছেন ৭৬২ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৮৬ জন। করোনায় মৃত্যু হয়েছে সাতজনের। মালদার পরেই রয়েছে দার্জিলিঙ জেলা। বুলেটিন সূত্রে জানা গেছে, দার্জিলিঙ জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৮৭২ জন। সুস্থ হয়েছেন ৫৬১ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। চিকিৎসাধীন রয়েছেন ২৯৮ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে উত্তরবঙ্গে তৃতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি জেলা। ৫৬৪ জনের শরীরে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ মিলেছে। চতুর্থ স্থানে রয়েছে উত্তর দিনাজপুর। এদিকে দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৩২,৩৫৬,২০৫, ৫৭।

Exit mobile version