রায়গঞ্জ

রায়গঞ্জের আকাশে ১০৫ ফুট উঁচুতে উড়বে ভারতের জাতীয় পতাকা

রায়গঞ্জের আকাশে ১০৫ ফুট উঁচুতে উড়বে জাতীয় পতাকা। নজির গড়ছে রায়গঞ্জ পুরসভা।

Bengal Live রায়গঞ্জঃ দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে নজির গড়ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। রায়গঞ্জ পুরসভার উদ্যোগে ১০৫ ফুট উঁচুতে উড়বে দেশের জাতীয় পতাকা। রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে ইতিমধ্যেই পতাকা স্তম্ভ প্রতিস্থাপন করার কাজ শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকের ‘অভিযান’ শুরু

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, ঘড়ি মোড়ে জায়গা চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। রাস্তার মাঝে ১০৫ ফুট উঁচু স্তম্ভ বসানো হচ্ছে। সারাবছর সেই স্তম্ভেই উড়বে জাতীয় পতাকা। পতাকার দৈর্ঘ ও প্রস্থ ৩০ ফুট ও ২০ ফুট। এই কাজের পাশাপাশি পতাকা স্তম্ভকে কেন্দ্র করে দুটি আলোকস্তম্ভও বসানো হবে। চারপাশে সৌন্দর্যায়নেরও পরিকল্পনা রয়েছে পুরসভার।

আরও পড়ুনঃ সাহসী পোশাকে মধুমিতা ‘লাভ আজকাল পরশু’-র গানে

Related News

Back to top button