Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আজ দিনটা ভালো বাসার
আজ দিনটা পাশে থাকার
আজ দিনটা হাত ধরার প্রেমিকার।
আজ শহর জুড়ে আলো
কোনো নতুন ডাক পাঠালো
আজ লাগছে সবই ভালো, সব্বার।
দুটো আঙুল ছুঁয়ে থাক
এক নিটোল বিশ্বাসে।
সারাটা জীবন ধরে,
চলব পাশে পাশে ।
দুরে পাহাড়ি মেঘলা পথে,
এক অচিন মন ছোটে
আজ তার মনেও গোলাপ
হঠাৎ ব্যথার কাঁটা ফোটে।
ভালোবাসা আজ মুক্তির ঘুড়ি ওরে,
ভালো বাসা আজ মানছে না কোনোও আইন,
চুয়াল্লিশটা তাজা প্রাণ গেল ঝরে
আজ দিনটা যে ছিল তাদেরও ভ্যালেন্টাইন।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।