সমর আচার্য্য-এর লেখা “অহংকার”

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

 

অহংকার বাস করে মানুষের মনে
মন আর বুদ্ধির মাঝে বসে আসনে l
মন দেহের রাজা ইন্দ্রিয় তার প্রজা
দশ টি ইন্দ্রিয় তারে দেয় বড় সাজা l
তাদের চালনা করা মনেরই কাজ
মনের কাজেতে বুদ্ধি ফেলে ভালে ভাজ l

অহংকার যদি একবার আসে মনে
বুদ্ধি দিকভ্রান্ত হয়ে পড়ে সেই ক্ষণে
যা কিছু দেখে সে বলে আমার আমার
বুদ্ধিকে আচ্ছন্ন করে আনে অন্ধকার l
হিতাহিত জ্ঞান গম্যি যায় সে যে ভুলে
বুদ্ধিই পারে তারে বিনাশিতে সমূলে l

রূপ বলো যৌবন বলো বলো সম্পদ
দেহের বল অথবা ক্ষমতার পদ
নশ্বর দুনিয়ায় নহে চিরকালীন
কালের করাল তলে হবেই বিলীন l

এসো তবে চেষ্টা করি ত্যাজি অহংকার
আলোর সন্ধান করি তাড়াই আঁধার
দর্প আর অহংকারে ভরা যার মন
এই জগতে সে হয় সবার শমন
সবাই তারে ঘৃণা করে ভালোবাসে না
অহংকারকে মনে তাই স্থান দিও না l

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Exit mobile version