পোর্টজিন
“বৃষ্টির দিনে” লিখেছেন প্রতিমা বিশ্বাস সাহা
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বৃষ্টি আমার স্বপ্ন সোহাগী
রিমঝিম সুরে ঝরে
মনকে বলি চুপ থাক তুই
যাসনে হৃদয় ছেড়ে।
বৃষ্টির দিনে একলা ঘরে
মারছে স্মৃতি উঁকি
মন যমুনায় উথাল পাথাল
আমি যে হই দুঃখি।
আসুক বৃষ্টি ভেজাক আমায়
দুঃখ রাতের বেলায়
নির্ঘুম রাতের সাক্ষী হয়ে
রইব তারই অপেক্ষায়।
স্নিগ্ধ হাওয়ায় শীতল হব
গুনবো তার পদধ্বনি
রিমঝিম সুরে বৃষ্টি আসুক
পরুক বুকে শান্তির বানী।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।