পোর্টজিন
প্রতিমা বিশ্বাস সাহা-এর লেখা বিপন্ন মানুষ
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বিপন্ন আজ মানব জীবন
বিপন্ন এ জগৎ সংসার
চারিদিকে শুধু মৃত্যুর প্রতিধ্বনি
মুমূর্ষু রোগীর আর্তনাদ
ঘরবন্দী মানুষ কাটাচ্ছে শঙ্কায়
না জানি আজ কার হয়েছে সময়
বিয়োগ ব্যথায় কাতর মানুষ শোকের আঙিনায়
কারো চোখে মুখে নেই শান্তির ছাপ
বাতাসে ভেসে আসছে স্বজনের কান্না
চিতার আগুনের নেই কোনো বিরাম
নদীর জলে ভেসে উঠছে লাশ
হে ভগবান, এ কোন পৃথিবী দেখছি আজ
এ কোন লড়াইয়ের মুখে মানব সমাজ
নিঃস্তব্ধতা, গুমোট ভাব বন্ধ করো
শেষ হোক তোমার এই নিষ্ঠুর বিচার।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।