পোর্টজিন
ছুঁড়ি- বিজয় সরকার
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কাজল কায়া, কৃষ্ণ ছায়া, কালো গাঁয়ের ছুঁড়ি
খালি পায়ে, মেঠো পথে, মাথায় বাঁশের ঝুড়ি।।
ঝুড়ি মাথায়, চললি কোথায়, কোথায় রে তোর বাড়ি?
হাসি দিয়ে যাস যে চলে, তোর খুব যে তাড়াতাড়ি।।
চোখ দুটি ঐ মায়া মায়া, মায়ায় ভরা তোর মন
এমন সহজ সরল তুই, সরল থাকবি আজীবন?
পথের ধারে ঝরে পড়ে, তোর ঐ ঝুড়ি থেকে ধান
সাবধানে তুই চল রে ছুঁড়ি, তোর কোথায় আছে মন?
দেখ রে ছুঁড়ি , তোর কাপড় খানি, ধুলায় ভরে গেছে
দুলে দুলে ঘরে চললি, সেই খেয়াল কি তোর আছে?
পথের দুপাশ নরম নরম, ঢাকা সবুজ সবুজ ঘাসে
তা ছেড়ে তুই মাঝেই হাঁটিস, ধুলোয় পা ঘষে ঘষে।।
মাথার খোঁপায়, লাল শাপলা গাঁথা, হাতে কাশ ফুল
হাঁসুলি গলায়, নাকে নথ, তোর ঐ কানে রূপোর দুল।
লেপটে পড়া শাড়ির বাঁধন, আঁচল কোমর গোঁজা
তোকে দেখে মিটল রে সাধ, গাঁয়ের ছুঁড়ি খোঁজা।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।