Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমি ছোট্ট নীড়ের পাখি,
আমি নীড়কে ভালোবাসি।
আমার ছোট্ট দুটি ডানা,
আমার উড়তে তো নেই মানা।
আমি আকাশে উড়তে ভালোবাসি,
বাতাস আমাকে ভালোবাসে।
আমি বৃষ্টিকে ভালোবাসি,
কিন্তু ঝড়কে করি ভয়।
কখনো যদি ঝড় হয়,
আমার ভীষণ লাগে ভয়।
আমার একটি জীবন আছে,
তাতে হাজার বিপদ পাছে।
তবু করব না ভয় আমি।
নীড়ে ফিরে আসব আবার জানি,
আমি ছোট্ট নীড়ের পাখি,
আমি নীড়কে ভালোবাসি।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।