পোর্টজিন
অহং ৬ – শান্তনু মিশ্র
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কোথা থেকে শুরু করবো? সম্পর্ক শুরু হয় কেন?
তা কি আসলেই যৌনভাষাময় একপ্রকার জাদু! নাকি মন্থর সাদা মেঘ থেকে উড়ে আসা বেপরোয়া গন্ধের মায়া।
ঈর্ষণীয় নয় বলে নীরবতাগুলো পুলিশ ও গোয়েন্দার চোখ এড়িয়ে যেতে পারে সহজেই৷ বিচিত্র সব মশলা ও লবঙ্গের ঝাঁজ৷ শব্দ-অক্ষরের খতরনাক ফাঁদ। আমি আমার ভেতরে ঢুকে যাই৷ অন্ধ এক ডুবুরির মতো নিজেকে হাতড়াই৷ ঘুমন্ত মাটি৷ পেখম খোলা ময়ূরীর ঠোঁট। প্রাণশক্তিহীন মিথ্যে মুখের অসহায় কান্নার ঝরে পড়া জল।
আমার ভেতর আমি কেঁপে কেঁপে উঠি৷
আমি? নাকি ছায়া ও পতঙ্গের মিছিল?
আমি? নাকি বুকে ঝরা কুয়াশাকুসুম?
আমি? নাকি অসুখের রাতে জেগে থাকা ছাদের কার্নিশ?
বিশ্বাসভঙ্গের রাত্রে সবকিছু ভুল হয়ে যায়। কার ঘরে আছি? কার পায়ে হাঁটছি? বোধ হয় খুব পুরনো একটা লোক। ফ্রেমে বাঁধানো মুখ। আর কিছু বোকা পায়ের শব্দ৷ দু-হাতে মেখেছে ছায়া৷
জেগে উঠি ভয়ে। ওগো, ঘোরলাগা অভিমান, আমার না লেখা নিয়ে তুমি এত কথা বলো কেন!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।