পোর্টজিন
“কল্পনা” লিখেছেন সুমনা পাল মুখার্জী
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
যদি হতাম পাখি তোকে নিয়ে ভেসে বেড়াতাম নীল আকাশে
যদি হতাম বৃষ্টি তোকে ভিজিয়ে দিতাম
শুদ্ধ স্নানে
যদি হতাম গাছ তোকে অক্সিজেন দিতাম
বাঁচার জন্যে
যদি হতাম নদী তোকে নিয়ে সাঁতার দিতাম বহুদূরে
যদি হতাম সূর্য তোকে ভরিয়ে দিতাম
সাত রঙ্গে
যদি হতাম কবি তোকে কবিতা শোনাতাম আমার হৃদয়ের
যদি হতাম গল্পকার তোকে নিয়ে লিখতাম উপন্যাস।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।