পোর্টজিন

রানী সেন-এর লেখা “হলদে বাতাস”

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

rani sen online bengali literature

 

আঁধারে ডুবে গেছে চতুর্দিক,
পড়ন্ত বিকেলে যে ফিকে হলদে বাতাস
ভেসে বেড়াতো দিগন্ত জুড়ে,
আজ তা অদৃশ্য হয়ে গেছে।
মনের মাঝে তোমাকে হারানোর ভয়
অনবরত তাড়িয়ে বেড়ায়।
চারিদিকে শুধুই মৃত্যু মিছিল ।
একে একে শেষ যাত্রায় চলে যাচ্ছে প্রিয়জনেরা….
নদীতে ভাসছে বেওয়ারিশ লাশ-
বালিয়াড়িতে আলগা হয়ে পড়ে আছে নগ্ন মৃতদেহ…
চিল শকুন শিয়াল কুকুরের এখন রমরমা বাজার!
এরই মাঝে মৃতদেহের কাফনের কাপড় বিক্রির
‘বেওসার’ ধান্দায় তৎপর অনেকেই,
কেউবা পঁচিশ টাকার মালা পাঁনশো রূপিয়ায়…..
নেতা মন্ত্রীরা গদি বাঁচাতে নিজের দোষ
অন‍্যের ঘাড়ে চাপিয়ে পাপস্খালনে ব‍্যস্ত।
অক্সিজেনের অভাবে শ্বাসযন্ত্র বিকল…
তবুও কোনো হেলদোল নেই দেশের রাজার!
গভীর ঘুমে এখন আর কোনো স্বপ্ন দেখি না আমি।
আঁধারে ড‍্যাবড‍্যাবে চোখে তাকিয়ে
ঠাওর করার চেষ্টা করি আলোর আভাস।
নতুন করে ভালোবাসা খুঁজে ফিরি।
তবুও আশায় বুক বাঁধি…..
একদিন ঠিক এই আঁধার কেটে যাবে
পৃথিবী আবার আলোয় ভরে যাবে।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button