পোর্টজিন
জয় – পুনম বোস
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
একলা সময় ছুটছে যেমন বিপদগামী যান
একলা ঐ ভাবনাগুলো হচ্ছে খান খান!
নিকট দূরের আসমানে আজ জল থৈ থৈ রোদ
নিকট সে তো নিছক নিকট ভাগ্য নিচ্ছে শোধ–
এক পৃথ্বি গড়বে বলে উড়ছে আকাশ পাখি
হঠাৎ কখন আঘাত হানে বলতে পারো তা কি?
লেখার খাতা লিখবে কিছু অশান্ত সব ঢেউ
জল-ছাপেরই জীবনগুলো হাসছে কাঁদছে কেউ;
জোয়ার ভাটা আজব খেলা মুঠো ছাই- এর খাঁচা
জ্বলছে আগুন ওপার ঘাটে চলে যাওয়ায় বাঁচা!
একলা সময় ছুটছে হায় যেমন ছুটছে আপদ ভয়
একলা ঐ ক্লান্ত সময় পাহাড় শিখর করছে জয়।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।