পোর্টজিন

“মেঘমল্লা” লিখেছেন প্রতিমা ঘোষ

জানি না কেনো এ অন্তর এক লহোমায় তোমাকে দিলো চিরবিদায় l
তোমার প্রতি সমস্ত আসক্তির হলো আজ অবসান l
এই অন্তরে ছিলো তোমার ই বিচরণ সর্বক্ষণ , হয়তো শৈবশক্তির কারণেই এই বিদায় l
অন্তরের পরতে পরতে রাখা ছিলো তোমার প্রতি প্রেম l
জানি না কেনো এ অন্তর জ্বলে উঠল বিষাদের আগুনে l
এই মনের গায়ে তুমি লেগে আছো আজ ও ,
বড়ো ভালো লেগেছিলো তোমার ঐ স্নিগ্ধ অপলক নয়ন দুটিকে l
তুমি এসেছিলে প্রবল বর্ষণ এর 13ই শ্রাবন l
আমি বলেছিলাম শ্রাবনের বর্ষণকে…..
ওহে বর্ষণ আমার পিয়া আসবে এই পথে তাই তুমি আজ একটু ক্ষান্ত হও , শান্ত হও l
বন্ধ রেখো আজ তোমার বারিধারাকে l
পথে যেনো তার বিড়ম্বনা না আসে l
আর রবিকে বলেছিলাম একটু রোদ্দুর ছড়িয়ে পথকে শুকনো রেখো l
সৃষ্টির প্রতিটি শক্তি আমার কথা রেখেছিলো l
সমস্ত আয়োজন শুধু তোমারই জন্যে ছিলো l
আর হৃদয়ে ছিলো প্রবল ভাবাবেগ l
দিনের শেষে রাতের শুরুতে তুমি এলে আমার দ্বারে l
তোমার সবই ভালো লাগলো শুধু আমাকে বাদে l
আমার মনকে তোমার জানার সুযোগ হয়নি বটে , কিন্তু আমার কায়া তোমার মনে ধরেনি l
কারণ ছিলো ‘ কৃষ্ণবর্ণ ‘ রং আমার l
তাইতো বলি কবির পাতায় আজও বিখ্যাত তুমি ওগো কৃষ্ণকলি l
তবুও তোমার ঠাই হলোনা কোনো অন্তরের গলি l

Related News

Back to top button