Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বিশ্বাসের কাল রাত্রি পেরিয়ে
প্রেম আজ বিচারাধীন বন্দী,
অপরাধের সাজে সজ্জিত
অন্ধ আস্থাবোধ আর অফুরান
অবাধ্য ঘুণ ধরা স্বপ্ন।
প্রেম হয়তো জানেনা-
বিশ্বাস কাউকে প্রতিশ্রুতি দেয় না;
বিশ্বাসের ঘরে মহামারীর ছায়া।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।