“আমি সেই নারী” লিখেছেন নন্দিতা ঘোষ

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

হ্যাঁ, আমি সেই নারী যার দোষ হলো সে নারী

হ্যাঁ আমিই সেই যার পোশাকে তার অস্তিত্বের সংগ্রাম

হ্যাঁ আমিই কিন্তু সেই যার বয়স চারমাস হোক বা পঞ্চাশ বছর ধর্ষিত হই বারে বারে

আমিই সেই প্রেমিকা যার ভালোবাসা প্রমাণে চরিত্রহীন আখ্যা পাওয়া

আমি কিন্তু সেই যার জন্য ই তোমরা পিতা হওয়ার সুখ পাও, তবুও আমি কিন্তু অবহেলার স্বীকার প্রাপ্ত

হ্যাঁ আমিই সেই যে রাস্তা, কলেজ, বাস, টোটো যেখানে হোক হেনস্থার স্বীকার হই

আমার জীবনের শেষ সিদ্ধান্ত কিন্তু বিয়ে হওয়া উচিত, জানো কি আমি যে নারী

কিন্তু সমাজ ভুলে যায় আমি কিন্তু নারী আমি সব পারি, আমি একরূপে যেমন সন্তান পালন করি অন্য রূপে অসুর দমন করি

আমি নারী, কখনো দূর্গা বা কখনো কালি। না আমি লক্ষ্মী নই, আমি অসুর সংহারে কালি রূপ ধরি……….

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Exit mobile version