Bengal Live portzine:
“পড়তে শিখবে”
শিক্ষা হলো মেরুদণ্ড এটাই জ্ঞানীর যুক্তি,
খরচ বিনা পড়বে সবাই মমতা দির চুক্তি।
ঘরে ঘরে চলছে প্রয়াস খুশি গৃহ বধূ,
সন্তানেরা পড়তে শিখবে স্বপ্ন এটাই শুধু।
“ছাগল গুলো”
বিক্রি করবো ছাগল গুলো নিয়ে গেলাম হাটে,
পড়া বাজার দাম বলেনা বুদ্ধি কি আর খাটে।
ঘুরে-ফিরে নিয়ে এলাম ছাগল গুলো বাড়ি,
পরের হাটে বিক্রি করলে তবেই চড়বে হাঁড়ি।
“মিন্নি মাসি”
মিন্নি মাসি ডেকে ছিলো গাছ পাকা আম খেতে,
লকডাউনের সময় এখন পারবো কি মা যেতে?
হাওড়া থেকে মালদা হলো অনেক দূরের রাস্তা,
গাড়ি ঘোড়া বন্দ আছে যাওয়া অত সস্তা।
“একটি মেয়ে”
রাস্তা দিয়ে হেঁটে আসছে একটি বাচ্চা মেয়ে,
পেছন থেকে ডাকছে কে’টা দেখে না ও চেয়ে।
হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে ফিরে এলে বাড়ি,
বিশ্রাম করে রুটি খেলো তৃপ্তি হলো নাড়ি।
“বই মেলা”
নয়ন খুলে দেখছি যেই বই মেলার মাঠে,
প্রবল ভিড়ে মানুষ ঠেসা মন সবার পাঠে।
নিজের মত চয়েস করে কিনে নিচ্ছে বই,
কারো বা সাথে এসছে বাবা কারো আবার সই।
ধর্য্য ধরে মুক্ত মনে ঘরে সবাই ফিরে,
নানান কথা বলছে মুখে বই মেলাকে ঘিরে।
Back to top button