পোর্টজিন
“স্বপ্ন জাগাও তুমি” লিখেছেন মোতাহারুল হক
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
স্বপ্ন জাগাও তুমি আমার
মনের মাঝে সেদিন,
বোকা দলের ঘুম ভাঙিবে
কবি হবে যেদিন।
কাব্য তোমার পড়বে সবাই
ভরবে তাদের পীলে,
তোমার লেখায় যাদু আছে
নেবে পাঠক গিলে ।
মনকে তুমি শক্ত করো
থাকো লিখার কাজে,
আবল-তাবল বলছে যারা
পড়বে একদিন লাজে ।
মনের ভিতর থেকে তুমি
দূর করো সব ভিতি,
কবির সম্মান পাবে তুমি
স্বারক নেবে জিতি ।
এই ভাবে তো দিলে তুমি
আমায় হুবে ফেলে,
স্বপ্ন যেনো মোর বাজ-পাখি
উড়ে পাখা মেলে ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।