Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আছে ফ্লাট, আছে গাড়ি,
আছে জলা জমি, বুজিয়ে ফেলা বাড়ি।
আছে বিবাহ, আছে বিচ্ছেদ,
আছে জেল্লা, নেতা জাগরেদ।
আছে বিয়ে, আছে ভোজ,
আছে হারানো, আছে খোঁজ।
আছে আয়লা, আছে লায়লা,
আছে ঘুর্নি ঝড়ের আপডেট।
আছে দিপ্ত, আছে রাপ্পা,
তবু ভোট হয়ে যায় ছাপ্পা।
আছে পাত্র, চাই পাত্রী,
কেটে যাচ্ছে, দিন রাত্রি।
আছে চোর, আছে পুলিশ,
আছে আইন ভাঙ্গার নালিশ।
আছে যুদ্ধ, আছে সন্ধি,
সাজা প্রাপ্ত, কত বন্দী।
আছে মিটিং, আছে মিছিল,
বাঁধ সাজছে, তবুও অমিল।
দেখো ভাঙছে, দেখো গড়ছে,
ভাই এ ভাই এ আজ লড়ছে।
আছে জন্ম, আছে মৃত্যু,
জীবনকে, করে ভৃত্য।
আছে শুরু, আছে অন্ত,
আছে শ্রমিক, পরিশ্রান্ত।
আছে আমাকে, আছে তোমাতে,
তবু কেউ নেই, এ সবেতে।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।