“অত্যাচার বহিছে যার রন্ধ্রে রন্ধ্রে” লিখেছেন কুশল রায়
Vivekananda Sarkar
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
মরছে দেশের সাধারণ মানুষ
মাত্রাতিরিক্ত দামে সবর্ত্র একাকার,
সাম্প্রদায়িকতার বিভীষিকায় আজ
সৌভাতৃত্ব ও জাতীয় ঐক্যে ভাঙনের জোয়ার ৷
যে দেশের কাপড় উড়ল হাওয়ায়
অত্যাচারী শোষণময় শাসনের বাহার ,
অবিচারের বিচার চাইলে তুমি হবে দেশদ্রোহী
ফ্যসিস্টিক সজ্জায় আজ তাই দূরপাল্লায় বিচার ৷
ইতিহাস আছে সাক্ষী যখনই হয়েছে নৃসংহার
ততবার ধ্বসে পড়েছে শাসক তীব্র জনরোষে ,
নিজস্বার্থে দেশমাতাকে বিক্রি করে হয়েছো
কালো টাকার মালিক সাধের ঐ চেয়ারে বসে ৷
মনে রেখো দেখছে সবাই নয়নমনী যার খোলা
তাদের পড়ানো যায়নি অন্ধভক্তের কালো চশমা ,
সুরক্ষা-ধর্ম-জাতির নামে সৃষ্টি করেছো দাঙ্গা
জেনে রেখো জাগবে যেদিন দেশ পাবে না কোথাও ক্ষমা ৷
কীভাবে লেখা পাঠাবেন? নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953 ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক। ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।