পোর্টজিন
“দিনের শেষে” লিখেছেন জগদীশ মন্ডল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
সারাদিনের ক্লান্তি মেখে গোধূলি বেলায়
আবির রঙ রাঙিয়ে সূর্য অস্তাচলে যায়।
কি অপরূপ মায়া যাদু নদীর জলে পড়ে
বাইরে যারা ছিলো তারা বাড়ির পথ ধরে।
মেঘের গায়ে আলোর ঝিলিক দেখায় অপরূপ
স্বপ্ন রাঙা ভেলা নিয়ে আকাশে দেয় ডুব।
নদীর পাশে গাছগাছালি নীরব হয়ে থাকে
সারাদিন তো পাখপাখালি সজীব করে রাখে।
পোকামাকড় ফল খায় আর করে ডাকাডাকি
আঁধার নামলে দল বেঁধে সব বাসায় ফেরে পাখি।
আমাদেরও একই নিয়ম জীবন নাট্যশালা
শেষ বেলাতে সব যে রেখে চলে যাবার পালা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।