Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
শব শাসিত দ্বীপপুঞ্জে একজন মহাউজবুক
আর একজন খর্বাকায় ভারবাহী প্রানীঅধিকর্তা।
একজন দরজা বন্ধ করে চড়া মাত্রায় আলো জ্বালিয়ে ঘুমের সাধনা করবেন বলে
মহিলা গর্ভনেসের মাহিনা বাড়িয়ে দেন।
অন্যজনা মহাকাশ থেকে সমস্ত জ্যোৎস্না ঝেটিয়ে বিদেয় করার গোঁ নিয়ে অনশনে বসবেন।
উভয়ে ধার করবেন
সপ্তম শতাব্দীতে হারিয়ে যাওয়া মনোরোগী
ধর্মগুরুদের বাতিল করা কারুনক্ষত্রের ঘ্রাণ।
যা দিয়ে অতি সহজে মৃতেরা জীবিতের ভাষায়
কথা বলতে বলতে মেলানকোলিজ অফ পোয়েট্রির
সুষুম্না ভেদ করে ঢুকে যাবেন নদীপ্রেমিকের তোষাখানায়।
এনাদের ভীড়ে দেখি কমলাকান্ত আর মুঁচিরাম
ধোঁয়া বিষয়ক কথাবার্তায় এতটাই মশগুল যে শেষ পশুবাহী যান ধরতে অবধারিত ভুলে গিয়ে লেয়ার সারর্কুলার রোডের পাশের গলিতে নিরুদ্দেশ হবেন।
এ এমন এক দ্বীপ যেখানে
জ্যোৎস্না মানুষের ভাষায় দেহ বিনিময়ে
ঢলে পড়লো বলে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।