পোর্টজিন
চিরঞ্জীব হালদার-এর লেখা গোপন
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
হাই তোলা আর খাই-খাই আড়মোড়া দেওয়া
ছোটলোকী উপসর্গ বলে সাব্যস্ত হতে পারে।
চৌষট্টি কলার এক বিন্দুও নশ্বর জামাপ্যান্টের
পকেটে কোন ল্যাবরেটরী প্রমান করতে পারবে না।
যদিচ মেঘেদের সাথে মিত্রতা ঘটেও যায়
বান্ধব খয়রাতিহীণ গোধূলি থেকে ধার নিতে হয়
সুধানীড়।
লম্বাটে মুখওয়ালী ঝাড়ুদারনীর সাথে অহৈতুকী
মিএতার নামান্তর কবিতা।
বোবা অন্তর্বাসের কাছে আমার কোন ঋণ নেই।
ধর্মাবতার সুলেখা দোয়াত কে জিজ্ঞেস করতে পারেন।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।