“তাঁতদশা” লিখেছেন চিরঞ্জীব হালদার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

 

পেয়ারী বাই কে স্মৃতি জানে না।
ন’নম্বর খেলার বাবু লেন গুগল জানলেও জানতে পারেন।
রাত্রি সেন জিজ্ঞেস করবেন না
জেগে থাকার অমোঘ কারনের মধ্যে কোন নারীঘটিত গনতান্ত্রিকতা আছে কিনা।

এমন সব বাইনারী উৎপাদনের মধ্যে জন্মতাঁত কোনও না কোন নাটের গুরু।
নির্বাসন তত্ত্বে বার্গম্যান যেমন বুঝতে চেয়েছিলেন
বয়ান সুষমায় একজন তাঁতির ভূমিকা ।
ধরে নিন আপনি সেই ।
রাত্রির উপসংহার টানতে মাকুর প্রণয়প্রার্থী অন্ধকার কোন শর্টকাট ছাড়াই এগিয়ে আসছে।

আপনার শুকিয়ে যাওয়া জিভের নাম পেয়ারী বাই।
অবৈধ কথন মালা দিয়ে গড়া নিজস্ব মোচন এর নাম ন’নম্বর খেলার বাবু লেন।
আপনি পেত্রাক আর চার্বাকসরনির ঠিকানা হারিয়ে ঢুকে পড়েছেন আত্মাপীড়িত সদ্যগজিয়ে ওঠা দ্ধীপের মায়াকথনে।

মিলিয়ে নিন কোন বিকল্পবর্ণ আপনার ।

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Exit mobile version