Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
তোমার রাত্রির কথা
লেখা আছে বুকের
খচিত পাথরে
বাসন্তী রঙের শাড়ি
ভেতরে লুকোন
কামনার পাশে শুয়ে আছে
জলের টুংটাং শব্দ করা
জীবনের গান
তোর্ষার উন্মুক্ত চরা
ফুলদানিতে ডানা ঝাপটানো
ভালোবাসার
কেন্দ্রবিন্দু।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।