পোর্টজিন
ঋণ – পুনম বোস
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
একাদশীর চাঁদে লুকোনো ঐ জন্মের ঋণ
চিলে কোঠায় অশত্থ ধূপের ধোঁয়ায় চৈত্রের নির্মাণ..
আলোকবর্ষের ওপারে কি ছড়িয়ে আছে বুনো ঝোপের আস্তিন অথবা নক্ষত্র খসে পরা পর্ণমোচী?
ঈশানের ধার ঘেঁসে মল্লিকার বন চাঁদ ডাকে চুপিচুপি
পুবমুখী কলি গুলো সাদা লালে প্রসব করবে কাল অপ্সরা!
বসন্তবৌরিও কথা দিয়ে গেছে চাঁদের মাটিতে ছড়িয়ে দেবে কিছু গোপন রং এবং কোকিলের গান
শুধু আশঙ্কার এক ঝাঁক হিম ছেঁড়া মেঘে কোনো গোপন স্বৈরিতা কোনো দূর কক্ষপথে মেশে—————–
একাদশীর চাঁদে এখনো জন্মের ঋণ
টগরের গায়ে জোৎস্নার হাসি গচ্ছিত রাখে অভিমানী অনুরাগ…
বেলা শেষের চৈত্রও প্রতিদিন বাতাসের সাথে শুদ্ধিকরণে সেরে নেয় প্রজন্মের উত্তরন
শুধু বিবাগী ঝরা পাতা এক মধুর সংকেতে ঢুকে পড়ে বারান্দায় ঘরের ভিতর…..
একাদশীর চাঁদে পোড়ে জন্মের ঋণ।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।