পোর্টজিন
চত্তিরে দোল – সঞ্চয় কুমার পাল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
চত্তিরেতে রাধার চিত্তির
খেলবে না তো দোল
গাঁজাড়ু মোদো ঢোল পিটে
করুক গন্ডগোল ।
নর্দমাতে পড়ুক গিয়ে
ভাবুক বৃন্দাবন
কালি পিসির শিশি খেয়ে
ভরাক নিজের মন ।
শাল পিয়ালের ঊষর বনে
ঘুরছে দেখ কেষ্টা
সখিরা কেউ ডাকতে তাঁকে
করছে না চেষ্টা ।
ফাগুন চৈত বসন্ত সে তো
সবে জানি তাই
ফাগুন আগুন মন তো জানে
চৈতের জানা নাই ।
গুলাল আবির ফাগুন চেনে
চৈত কালি কাদা
আগুন রঙে লাগলে ছোঁয়া
রাই ধরবে কাঁদা ।
খ্যাল গে তোরা চৈতে হোলি
মদাক্রান্ত হ
খিস্তি খেউড় বাজে কথা
যত পারিস ক ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।