পোর্টজিন
শান্তি – মৌপ্রিয়া নৌরিন
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
দেশের পরিস্থিতি উত্তাল , উত্তপ্ত
সীমান্তে মৃত জওয়ানদের জননীর বুকফাটা কান্না
আর হাহাকারের শব্দে চারিদিক ব্যাপ্ত
এ কোন অবস্থার সৃষ্টি করলো সন্ত্রাসবাদ?
দেশ দ্রোহীরা দেশ প্রেমের নামে আহ্বান দিচ্ছে যুদ্ধের
যুদ্ধ মানেই তো হিংসা, বিদ্বেষ আর রক্ত,
যুদ্ধ মানেই ভয়াল ভয়ংকর অবস্থার পুনরাবৃত্তি।
তাহলে কি দরকার সেই যুদ্ধের?
দেশ আর কোনো মৃত্যু , রক্ত…..
হাহাকার দেখতে চায় না
শুধু চায় শান্তি
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।