Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমাদের ছোট নদী জল ছিল নীল
ছায়া ফেলে সেই জলে উড়ে যেত চিল ।
দুই পাড়ে ফসলের ক্ষেত ছিল কত
সবুজ বিছানো ঘাস গালিচার মত ।
ছোট-বড় কত মাছ টলটলে জলে
ভেসে উঠে পাশাপাশি ডুবে যেত তলে ।
সেই জলে হাঁসগুলো সারাদিন ধ’রে
গুগলি কুড়াতো সুখে হুটোপুটি ক’রে ।
ছোট নদী কালে কালে আরো ছোট হয়ে
স্মৃতিগুলো সযতনে এনেছে যে বয়ে ।
জল চেয়ে বৃষ্টির কাছে হাত পেতে
সে এখন নদীখাতে চায় বয়ে যেতে ।
কম জল ধীর গতি পার গেছে ক্ষয়ে
বুক তার কত ব্যথা গেল বুঝি সয়ে !
বয়ে চলে তিরতির তবু আশা নিয়ে
অবিরাম চলার সে বার্তাটি দিয়ে ।
(মাত্রাবৃত্ত ৮/৬)
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।