পোর্টজিন
“উঠোন জুড়ে” লিখেছেন আভা সরকার মন্ডল
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বুকে এঁকে একটি ঘরের ছবি
বারান্দা আর উঠোন করে খেলা
খেলতে খেলতে কখন যে, কি ক’রে
ফুরিয়ে আসে স্বপ্ন দেখা বেলা ।।
অপেক্ষার ও শেষ যদি না থাকে
ঘর থেকে যায় ভীষণ অন্ধকারে
সেই খেলাতে মনের মত হয়ে
যদি না কেউ হেঁটে আসে দ্বারে ।।
খেলতে খেলতে উঠোন গড়ায় পথে
বারান্দাতে মন খারাপী নড়ে
খালি ঘরের হাহাকার ছোঁয় বাতাস
মাঝরাতে সব বিষাদ খসে পড়ে ।।
কুড়িয়ে নিয়ে বিষাদের সেই কণা
গাছের পাতা ঝরে করুন সুরে
ঘর বারান্দা একই সাথে বলে—
গাছটি তবু থাকুক উঠোন জুড়ে ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।