পোর্টজিন
“পিতৃদিবসে” লিখেছেন অশোক কুমার দত্ত
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
এলোমেলো ঝোড়ো জীবনযাপন শেষে
রাতের আঁধারে বাবা ফিরে এলে
মা মাটির মেঝেতে বসে একথালা ভাত দিতেন বেড়ে!
দরোজায় ঠক -ঠক! বড়দি ছাপা হিসা হিস গলায় — পুলিশ!
খোলা জানালা দিয়ে পালিয়ে গেলেন বাবা!
সেই যে গেলেন — আর এলো না!
দশক ফুরিয়ে গেল! জেগে ওঠে নতুন প্রভাতের সূর্য ঘেঁষা আলো!
সুধীজনে লিখে ফেলে অমর স্মৃতিকথা!
দু হাতের করতলে তোমার পা দুটি আর আমার রাখা হলো না!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।