পোর্টজিন

প্রথম সূর্য – পুনম বোস

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bangla kobita punam bose

 

অসংখ্য রক্ত বীজে নির্দিষ্ট ভ্রুণের ইতিহাস
অপাপজনিত জল এবং ভূগর্ভের স্বভাবসিদ্ধ সংগীতে
তার বেড়ে ওঠা, নক্সী কাঁথার অপূর্ব ছাঁচে নবাগতর আবির্ভাব —————
আপনভোলা সুদৃশ্য আঙুলে প্রথম সূর্যের খিদে….
ঠোঁট জিভ আঙুলের যুগলবন্দীতে তখন টিউনের আনকোরা টেস্ট
ঘরময় সেই আগত সূর্যের শাব্দিক
কোলাহল ছুটে বেড়িয়ে যায় করিডোরের জানালা থেকে নব প্রভাতী আকাশে…………..
শীতের আলোয়ানে একটি অদৃশ্য রামধনু এঁকে চলেছে প্রত্যেক জন্মদিনের অজস্র পশমি পালক এবং প্রতিটি আস্ত পালকের প্রদাহিক সোলো মঞ্চ’!
প্রেক্ষাপটের স্ক্রিনে ঐ নবাগতর পরিচয়ে দিক বদলায় আদিমতম ইতিহাস ও তার বিবর্তন।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button