পোর্টজিন
খোলা চিঠি – পর্ণশ্রী কুন্ডু
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আজ তোমায় কিছু বলবার আছে আমার, আজ বড্ড ইচ্ছে হচ্ছে তোমায় একটা খোলা চিঠি লিখতে ,জানি তোমার অত সময় নেই আমাকে পড়ে বোঝার…তবুও লিখলাম, সময় হলে পড়ে দেখ।
তুমি কি কখনও ভেবে দেখেছ, কেন এত বদলে গেছি আমি?
কখনও মনে হয়েছে আমার সব অভিযোগ ঘিরে কেন শুধুই তুমি?
তোমার কি কখনও মনে হয়নি ,যে সব পরিস্থিতিগুলো আমি একা সামলে উঠতে পারতাম, সেগুলো এখন কেন আমার কাছে এতটা কঠিন ?
কারণগুলো শুধুই তুমি
কারণ, আজও অভিমান করবার জায়গা, রাগ করবার জায়গা, আবেগে পড়ে ফুঁপিয়ে কেঁদে ওঠার জায়গায় শুধুই তুমি আমার মনের বিস্তর জায়গা জুড়ে শুধুই তুমি
আমি বুঝি তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু কী করবো বলো আমি যে এখনও সেভাবে চাই তোমাকে , এক যুগ আগে ঠিক যেভাবে তুমি চাইতে আমাকে
আমি জানি, আজ রাগ করলেও তুমি মানাতে আসবে না আমায় , ভালোবেসে আর বলবে না ছাড়ো, আর রাগ করো না
তুমি বলবে না কোন পরিস্থিতিতে আমি আছি তো তোমার সাথে ,
কারণটা আজ আমাদের দুজনের কারোরই আজানা নয়, তবুও বলছি
আমার মতো ,তোমার নতুন মানুষের আভিমান গুলোকে পেছনে ফেলে দিও না ..মানিয়ে নিও, গুছিয়ে রেখো ভালোবাসাগুলোকে
আর হ্যাঁ, আমিও ভালো আছি আমার সব না পাবার দেশে
তুমিও ভালো থেকো
ইতি তোমার ইচ্ছেডানা
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।