পোর্টজিন
“স্মৃতিগুচ্ছ” লিখেছেন ঋতম সাহা
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ব্যস্ত জীবনে হাসি মুখের পেছনে যখন বেকারত্বের অবসাদ স্থান পায়,
তখনও পাশে ছিল তোমার স্মৃতি আর গঙ্গার পাড়ে চায়ের চুমুকে ফেলে আসা সেই সময়।
সেইবার কলেজে পরীক্ষার দিনে, উত্তর খোঁজার তাগিদে চোখ পড়েছিলো চোখে,
পুজোর দিনে , কলেজেগেটের সামনে, লেগেছিলো ধাক্কা প্রথম একঅপরের সম্মুখে।
তারপর,
তারপর এইভাবেই কিছু সময় ধরে, অল্প কথা আর অল্প হাসিতে বন্ধুত্ব বাড়ে,
শুরু হয় ম্যাসেজে কথা, একসাথে বাড়ি যাওয়া, টিউশন ফাঁকি মেরে হাজির ফুচকার দোকানে।
জানি পকেটের সীমাবদ্ধতা দিয়েছিলো বাঁধা, অনেক ইচ্ছার অন্তরালে
দামি কিছু দিতে পারিনি তোমায়, নিয়ে যেতে পারিনি বড় রেস্তোরাঁ, শপিং মলে,
তবুও তোমার চোখে দেখেছি তৃপ্তি আমার দেয়া গল্পের বই , কানের দুলের মত সামান্য উপহারে,
আবার কখনো এই খুশির ঠিকানা হত ফুটপাথের খাবার কিমবা বিকেলের সিনেমাহলে।
তোমার সাথে ঘুরতে যাওয়া কালীঘাট থেকে কলেজস্ট্রিট,
বা সন্ধ্যেতে বলা সারাদিনের জমানো কথায়,
তোমাকে জড়ানো সকল স্মৃতি, এখনো জমানো মনের ঝড়াপাতায়।
হ্যা, কিছু অভিমান, কিছু অপূর্ণতা, ছিলো হয়তো কিছু মনমালিন্য,
কিন্তু বলোতো,
কোনোদিন একটুও অভাব দেখেছিলে নাকি ভরসাতে, তোমার জন্যে।
তারপরেও এই ব্যর্থতা আজ, নত চোখে কেন ছেড়ে দিলে মাঝপথে হাত,
এখন না হয় তোমার ভালো স্মৃতিগুলোই থাকুক, খারাপগুলো না হয় দিলাম বাদ।
মজার ছলে দেয়া তোমার সেই প্রতিশ্রুতি, এখনো আমার হৃদয়ে বাজে,
যেদিন দিয়েছিলে কথা, শতক্রোশ পেড়িয়েও ফিরবে বারবার হৃদয় মাঝে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।