পোর্টজিন
নারী এবার গর্জে ওঠো – রানী সেন
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
নারী চিরকাল কি তুমি শুধু পুরুষের খাদ্য হয়েই থাকবে!
ঐ নর-পিশাচেরা ইচ্ছে মতো তোমার রক্ত মাংস
হাড় মজ্জা তারিয়ে তারিয়ে উপভোগ করবে
তারপর তোমার অঙ্গ-প্রতঙ্গ টুকরো টুকরো করে
উল্লাসে মেতে উঠবে!
আর নারী তুমি ধর্ষিতা হয়ে হবে পতিতা….
লজ্জায় ঘৃণায় ঘরের কোণে মুখ লুকিয়ে বিষ খেয়ে
অথবা গলায় দড়ি দিয়ে হবে আত্মঘাতী!
আর সেই ধর্ষক পুরুষ নিজ ভূজবলে হবে গৌরবান্বিত…
প্রতিদিন নারীরাই হয় ধর্ষিতা
কখনও তার বাড়ির ঘনিষ্ঠ আত্মীয় পরিজন
কখনও বা পরিচিত প্রতিবেশীদের কাছে
আবার প্রয়োজনে বাড়ির বাইরে গেলে
ওৎ পেতে থাকে নারী মাংস লোভী পিশাচেরা।
আমরা এই নর-পিশাচগুলোকে পশুর সাথে তুলনা করি
কিন্তু পশুদেরও নিয়ম শৃঙ্খলা আছে।
এই পিশাচ গুলোর কাছে শিশুকন্যা বা বৃদ্ধা
কোনো বাছবিচার নেই….
যুগ যুগ ধরে এভাবেই কি চলবে এই অত্যাচার!
পৌরাণিক যুগেও রয়েছে ভুরি ভুরি উদাহরণ
দ্রৌপদীকে দেখেছি উন্মুক্ত রাজসভায় অপমানিত হতে! নারী মানেই কি শুধুই ভোগ্য বস্তু !
এর উত্তর দেবে কে?
আমরা দেখেছি সতীদাহ, বাল্য বিবাহ, শিক্ষার অভাব
যত নিয়মকানুন শুধুমাত্র নারীদের জন্যই।
তাই বলি নারী তুমি এবার গর্জে ওঠো, জোট বাঁধো…
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।