পোর্টজিন
নিষ্পাপ আলো / রানী সেন
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
প্রথম এসে
বৈশাখ
বললো হেসে,
আমি প্রথম দিলাম
নববর্ষের স্বাদ,
পুরোনো যা কিছু
আজ থেকে সব বাদ।
আজ থেকে
এই নববর্ষে
থেকো সবাই হর্ষে।
মুছে যাক
সব অন্ধকার,
আলোয় ভরে উঠুক
জীবন সবার।
মনের মাঝে
আছে যত
কলুষতা।
মুছে ফেলে
বিলিয়ে দাও
এই বার্তা।
অন্তর হোক
ভালোবাসা পূর্ণ,
বিষের বিদ্বেষ
হোক বিদীর্ণ।
ভুলে গিয়ে
অতীতের সব কথা,
যত ছিল দুঃখ ও ব্যথা
দেই দূর করে।
নিষ্পাপ আলোয়
ভরে উঠুক চারপাশ
নতুন করে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।