পোর্টজিন
মুখোশ-মানুষ – রাজু বিশ্বাস
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
হাজার রকম বায়না মনের
একটি আশাও পূর্ণ না;
ভালোবেসে হাত বাড়ালেই
প্রাপ্তি শুধুই ছলনা!!!
মানুষগুলো আজব এখন
মুক্ত মনে কেউ হাসে না,
বাউল কাঁদে পথের বাঁকে
উদাস হাওয়ায় সান্ত্বনা।
মন কেমনের বিকেলগুলো–
মাঠের ধূলো আর ওড়ে না;
শৈশব সব বিকলাঙ্গ
খেলার মাঠে আর ছোটে না!
চার দেওয়ালেই এক পৃথিবী
ভীষণ মজার ‘নেট’ দুনিয়া,
প্রতিবেশী তো অনেক দূরে
নিজের ঘরেই সব অচেনা!
খালি মাথায় ছুটছে সবাই
তবুও মাথায় ভীষণ বোঝা,
সহজ জীবন জটিল করে
তাকেই আবার করছে সোজা!
বাইরে যেন কতই সুখী
মুখে সবার নকল হাসি,
হারিয়ে গেছে মনের ‘কোমল’
কথায় কথায় বদমেজাজি!!