Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
জন্ম
হয়েছে যার, মৃত্যু অবধারিত।
মানুষ এক অদ্ভুত জীব!
খেলার পাশা উল্টে গেলে
আমরা সবাই মিথ্যেবাদী
সময়ের যাতাকলে
মানুষ মরালশ্রেণি।
আমরা হেথাই ছুটে মরি ভূত-ভবিষ্যতের পেছনে,
বর্তমানের রূপ-রস-গন্ধ আস্বাদন করে নেয় প্রকৃতিপ্রেমী-
কবিরা কাব্য লেখে,ঔপন্যাসিকেরা লেখে গদ্য;
দু-লাইন ছন্দ লিখে ভাবি আমি কবি সদ্য।
প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে মিথ্যে বলেছিলেন সত্যবাদী যুধিষ্ঠির- “অশ্বথামাহত ইতি গজ”।
যে কর্ম সে-ই ধর্ম বলেন মহারাজ।
জীব একাকী পারে না বাঁচতে!
সব সম্পর্কই গড়ে ওঠে বাঁচার প্রয়োজনে
একে অন্যের চাহিদা মেটায়
অস্তিত্বের জন্য সংগ্রামে।
চলে অস্থায়ী মিথ্যা অভিনয়…
মিথ্যার জালে জড়িয়ে মিথ্যেকেই ভালোবেসে ফেলে-
কারণ মিথ্যেবাদীদের যুক্তি সুন্দর হয়!
একদিন প্রয়োজন ফুরালে
সম্পর্কের ঠাঁই হয় স্মৃতির অতলে;
আমরা বলি আপন সে, পর তো নয়…
আমরা যাদের ভালোবাসি, শেষের প’রে বাসতে ভাসি-
জগতের এ নাট্যমঞ্চে চলে শুধু অভিনয়,
আপন বলি মোরা যাদের আপন সেও নয়
এই জীবনের বড়ো সত্যি কেউ কারো নয়।
সত্য যে কঠিন, সুন্দর, চিরন্তন সবসময়…
মৃত্যু ঠান্ডা গলায় জানান দেয়
কেবল সত্যি সে।
কাচের মতো স্বচ্ছ নদীর জলে
সত্যের সন্ধানে
হে পথিক তুমি চলো
মৃত্যুভয় লঙ্ঘন করে
ন্যায়ের সেতু গড়ে তুলে
সুমহান গর্বিত
হিমালয়, গঙ্গা, ভারত মহাসাগর পেরিয়ে
লক্ষ্যস্থলে, মহামানবের তীরে…
অসম্ভব সম্ভবের পরে আছে যেথা-
যেথা শান্তি নির্ভয়ে বিরাজিত
নাই জ্বরা-ব্যাধি-মৃত্যু।
হে ভারতভাগ্যবিধাতা!
মিথ্যা যে সত্য হয় জল্পনা সে নয়
তোমায় জ্ঞাতে অবিশ্বাসীর হবে প্রত্যয়।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।