পোর্টজিন
অহং ৪ – শান্তনু মিশ্র
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
রক্তে এমন ওষুধ মিশে গেছে
যেন উড়ে যাওয়া পাখির ঝাঁকের মধ্যস্থলে
বিলীয়মান শূন্যতা
আয়নার গায়ে মৃদু নিঃশ্বাস ফেলি
হ্যালুসিনেশনে ঘেঁটে গেছে
আমার সাথে আগুন নিয়ে খেলার কৌশল
দুলতে থাকা পর্দায় নিজেকে লুকোয়
অথর্ববেদের শীতলতা, লুপ্ত ন্যাসপাতির গন্ধ
অপার্থিব আশ্রয়…
যার সামনে গিয়ে দাঁড়াতে হয় বারবার
আমি আর কিছুই পারি না যে…
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।