Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
সেদিন যখন তােকে দেখলাম ,
মনে হল অতীত যেন হাতছানি দিয়ে ডাকছে ।
পাশ দিয়ে যাবার সময় উড়ো চোখে তুইও তো দেখলি ,
কই আর তো ফিরে তাকালি না !
তুই এখন প্রাক্তন ঠিকই, কিন্তু জানিস
কোথাও একটা তুই আজও বর্তমান ,
আজও ভালোবাসার মানুষ ।
তোর আমার মধ্যে পার্থক্য কী জানিস ?
তুই অতীত ভুলে গিয়ে বেঁচে আছিস,
আর আমি অতীত কে আঁকড়ে ধরে ।
আজও যখন তোকে দেখি বুকের বাঁ দিকটা ধিকধিক করে ওঠে,
কেন ?
হয়তো তোকে আজও আগের মতোই ভালোবাসি !
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।