পোর্টজিন
উদ্ধৃতি – অভিজিৎ দাস
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
“পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন”
বিভক্তের পর নাটোর এখন বাংলাদেশে, আমার শুধু খাতা পেন
অশেষ কল্পনা-জল্পনা; আধুনিকতার প্ররোচনা
ক্রমে গ্রাস করে আমায়; ভাঙে পুরনো সাধনা।
নতুন গড়া মুহূর্তগুলো রৌদ্রচ্ছাস হয়ে ফিরে আসে
ঢেকে দেয় অন্ধকার বুক; মরুভূমিতে বর্ষা আসে।
ফুল ফোটে, ফল হয়; ভ্রমর- ভ্রমরী আসে, ভালোবাসে।।
কবিতার নামে ছোটগল্প উঠে আসলে, অপটু মনে হয় নিজেকে
নিরবিচ্ছিন্নের বর্ণনা, নিউক্লিয় মডেলরূপ ব্যর্থতায় হাসে।
শিশিরেরা কুয়াশায় পরিণত হয় মনের জগতে
ক্লান্ত প্রাণে, ক্ষান্ত জোনাকি আলো জ্বালে, মুচকি হাসে
আমি হাত তুলি, মনে মনে বলি, যোগ্য হয়ে ওঠো।
তোমার সিঁড়ি, আকস্মিক ভেঙে ফেলতে পারে
সত্যবদ্ধ অভিযোগ চোখ জ্বালায়, যদি নৌকা ডুবে ঘুর্ণিঝড়ে?
আমি আবার হাত তুলে বলি, যোগ্য হয়ে ওঠো।
নদীর ওপারে, প্রাণের আশ্বাসের খোঁজে তৈরী
এপারের সুচিত্রা না ওপারের বনলতা সেন?
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।