পোর্টজিন
মৃত্যু – পুনম বোস
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
যদি পারো ঐ অপার্থিব শরীরে ছড়িয়ে দিও কবির বিরহী দ্যুতি
প্রত্যেক গানের ঝর্ণায় স্নাত হোক গূঢ় বিরহ…
সেখানে থাকবে না কোনো ধূপের অর্চনা অথবা বাসর রজনীগন্ধা
এসে দাঁড়াও ওপার নদীর বুকে
নদীর সমস্ত জীবন পর্বে———–
কুহকি রাতে যেখানে হাট বসে চিল শকুনের উচ্ছিষ্টে
এখনো ভিনগ্রহে বিপথগামী চৌরাস্তার সংস্পর্শ, খড়কুটো, অনাহূত বিদ্রুপ!
যদি পারো মৃত্যুর কালো রাতে ছড়িয়ে দিও বিরহী আতর
অনাবশ্যক রাতে অক্ষত রেখো উল্লাসের সম্ভ্রম, খুজে পাওয়া মর্যাদা…..
এসে দাঁড়াও ওপারের জীবনে
গণিতের ফর্মূলায় আঁকা হোক শ্বাশত রামধনু
সূর্যের আলোয় যে অনাদি গাছেরা হঠাৎ কেঁপে ওঠে তেমনি নির্বাক শরীরে রেখে দিও অমানিশার বাতাস।।
পোর্টজিন পত্রিকার জন্য একটি কবিতা পাঠালাম।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।